Log In

হার দিয়ে আসর শুরু করল সাকিবের দল

হার দিয়ে আসর শুরু করল সাকিবের দল

আবুধাবি টি-টেন লিগে হার দিয়ে শুরু করেছে বাংলা টাইগার্স। স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটের ব্যবধানে হেরছে সাকিব আল হাসানের দল। আগে ব্যাটিং করে এক উইকেট হারিয়ে ১০৬ রান করেছিল বাংলা টাইগার্স। জবাবে খেলতে নেমে ৯ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আর্মিরা।

১০৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে সুবিধা করতে পারেনি স্যাম্প আর্মি। ৩৪ রান তুলতেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় তারা। তবে এরপর আন্দ্রে গুয়েস ও জ্যাক টেইলর ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। গুয়েসের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ২৪ রান। আর টেইলর ১৩ বলে অপরাজিত ২৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

টাইগার্সদের হয়ে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার সাকিব আল হাসান। অধিনায়ক ২ ওভার বোলিং করে খরচ করেছেন ১৫ রান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলা টাইগার্সের। ৭ বলে ৫ রান করে আসজঘরে ফেরেন লোকমান ফয়সাল। এই ওপেনার দ্রুত ফেরায় ভাঙে ২১ রানের উদ্বোধনী জুটি।

অবশ্য এর পর আর কোনো উইকেট হারায়নি টাইগার্সরা। তবে তিনে নেমে বেশ ধীরগতির শুরু করেন দাসুন শানাকা। এই লঙ্কান ব্যাটারের মন্থর ব্যাটিংয়ে বেশ বিপাকেই পড়েছিল দল। তবে শেষ দিকে কিছুটা পুষিয়ে দিয়েছেন তিনি। ইনিংসের শেষ ওভারে ৪ ছক্কা ও এক চার মেরে দলের রান একশ পার করেন তিনি।

শেষ পর্যন্ত ২৭ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন শানাকা। তাছাড়া ২৬ বলে অপরাজিত ৩৫ রান করেন হজরতউল্লাহ জাজাই। সাকিব ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি।

বংলার জামিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *