সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কে রাজাপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধ (৬৫) নিহত হয়েছে। হতভাগ্য ওই বৃদ্ধের নাম পরিচয় এখনও মেলেনি।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্প্রতিবার দুপুরের দিকে উল্লেখিত স্থানে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশা যাত্রী ওই বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে তার নাম পরিচয় এখনও মেলেনি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।