Log In

সাবেক প্রেমিকরা আমাকে ফোন করে না : আদাহ শর্মা

সাবেক প্রেমিকরা আমাকে ফোন করে না : আদাহ শর্মা

বলিউড ইন্ডাস্ট্রিতে আদাহ শর্মা ছিলেন সামান্য পরিচিত একজন অভিনেত্রী। কিন্তু চলতি বছরে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার মাধ্যমে রাতারাতি বিরাট তারকা বনে গেছেন লাস্যময়ী। এর ফলে দর্শকের তার সম্পর্কে জানার আগ্রহ বেড়ে গিয়েছে কয়েক গুণ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হন আদাহ শর্মা। তাকে তার লাভলাইফ নিয়েও প্রশ্ন করা হয়। কোনো প্রশ্নই এড়িয়ে যাননি অভিনেত্রী। সব প্রশ্নেরই সাবলীল উত্তর দিয়েছেন তিনি।

নিজের প্রাক্তন প্রেমিককে নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে আদাহ শর্মা বলেন, প্রাক্তন প্রেমিকরা আমাকে ফোন করেন না, আমিই উল্টো তাদের ফোন করি। আমি নেশার ঘোরে না থেকেও এসব কাজ করি। এক চামচ কাশির ওষুধ পেটে পড়লেই হয়।

উল্লেখ্য, বিতর্ক পিছু না ছাড়লেও ‘দ্য কেরালা স্টোরি’ ব্যাপক সাফল্য অর্জন করেছে। বক্স অফিসে এখন পর্যন্ত ২০০ কোটি টাকার বেশি আয় করেছে আদাহ শর্মা অভিনীত সিনেমাটি। ভারতে চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’-এর পরেই রয়েছে সিনেমাটির অবস্থান। সূত্র : আনন্দবাজার

বংলার জামিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *