Log In

শিক্ষাখাতের ভবিষ্যত রোলমডেল “তিতুমীর অ্যালামনাই”

শিক্ষাখাতের ভবিষ্যত রোলমডেল “তিতুমীর অ্যালামনাই”

ডেস্ক রিপোর্ট:  মেধার সঠিক মূল্যায়নের লক্ষে “তিতুমীর অ্যালামনাই এসোসিয়েশন” সম্পর্কিত বিষয়ে তিতুমীর ঐক্য’র কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ বেল্লাল হাসান গতকাল বলেন, সাবেক অনেক তিতুমীরিয়ান অনেক গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। কেউ ব্যবসায়ীক খাতে, কেউ চাকুরীর বাজারে, কেউ আইন পেশায়, কেউ সাংবাদিকতায়, কেউ বা রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে থেকে সুনামের সাথে তাদের কাজ পালন করে আসছে।

তিতুমীরের বর্তমান শিক্ষার্থীরা তাদের নিয়ে গর্ব করে। কিন্তু আমি তিতুমীরের বর্তমান শিক্ষার্থী এক সময় সাবেক হয়ে যাবো, শুধু ক্যাম্পাস থেকে নিয়েই গেলাম আমার ও যে কিছু দেবার রয়েছে এই ক্যাম্পাসকে, আমার উপর ও এই ক্যাম্পাসের হক রয়েছে, সে দ্বায়বদ্ধতার জায়গা থেকে সকল সাবেক তিতুমীরিয়ানদের একত্রিত করে তাদের মেধা, চিন্তাভাবনার জায়গা থেকে ক্যাম্পাসের প্রকৃত উন্নয়ন সাধন সম্ভব।

 

আপনারা যদি লক্ষ করেন বিশ্বে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান রোল মডেল আমরা যেগুলাকে বলি, সেসব জায়গায় অ্যালামনাই এসোসিয়েশন স্বাধীন ভাবে কাজ করে আসছে। “তিতুমীর অ্যালামনাই এসোসিয়েশন” দুইটি লক্ষ্য কে কেন্দ্র করে আগাবে একটি হলো “মর্ডান এডুকেশন” যার মাধ্যমে তিতুমীর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ও আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার উন্নয়ন বিষয়বলি সম্বলিত এবং “সেইফ লাইফ” যা একজন শিক্ষার্থীর উচ্চ শিক্ষার শিক্ষাবর্ষ সফলতার সহিত সম্পন্ন করার পর তার ভবিষ্যত জীবনকে সুন্দর সুরক্ষিত রাখবার জন্যে কর্মজীবনের নিশ্চয়তা প্রদান।

লক্ষ করলে দেখবেন যে সঠিক মেন্টরের অভাবে অনেক তিতুমীরের শিক্ষার্থীরা যোগ্যতা থাকা সত্ত্বেও মূল্যায়িত হয় না। এদেশের প্রেক্ষাপট কর্মজীবনে এগিয়ে যাবার জন্য তথাকথিত “মামা-চাচা” থাকা লাগে। অথচ এ প্রতিষ্ঠানের ৮০% শিক্ষার্থী আসে দরিদ্র পরিবার থেকে পরিবারের এক বুক আশা আকাঙ্খা ও স্বপ্ন নিয়ে। সে জায়গাটিতে দাঁড়িয়ে মেধার সঠিক মূল্যায়নের জায়গাটি নিশ্চিত করার লক্ষে “তিতুমীর অ্যালামনাই” কাজ করবে বলে আমরা আশাবাদী।

“তিতুমীর অ্যালামনাই এসোসিয়েশন” এর গঠন প্রক্রিয়া নিয়ে তিতুমীর ঐক্য’র দফতর আমিনুল ইসলাম বলেন, আমরা ইতিমধ্যে দল মত বর্ন নির্বিশেষে সকল সাবেক শিক্ষার্থীদের সাথে যোগাযোগ শুরু করেছি। খুব দ্রুত এটি বাস্তবায়নের জন্য কাউন্সিলিং টিম গঠন করে সকল সাবেক শিক্ষার্থীদের একত্রিত করে এই এসোসিয়েশন গঠন হবে। যেটি সাধারণ শিক্ষার্থীদের নিকট গ্রহনযোগ্য হবে এবং সকল শিক্ষার্থীদের জন্য সার্বজনীন হবে।

একই সাথে সভাপতি এবং সেক্রেটারি সহ একটি শক্ত প্যানেল সাবেকরা গঠন করবে বলে আমরা আশাবাদী। যেখানে একজন এক মেয়াদের বেশি দুইবার দায়িত্বশীল পদে দায়িত্ব পালন করবে না। যার মধ্য দিয়ে তাদের অংশগ্রহনে তিতুমীর এদেশের শিক্ষাখাতের ভবিষ্যত রোলমডেল হবে বলেও আমরা আশাবাদী।

আসুন জেনে নেওয়া যাক অ্যালামনাই এসোসিয়েশন কি?
অ্যালামনাই এসোসিয়েশন হল একটি সংগঠন, যেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান বা সংস্থার সাবেক শিক্ষার্থী বা কর্মীরা একত্রিত হন। এটি সাধারণত সেই প্রতিষ্ঠান বা সংস্থার প্রাক্তন সদস্যদের মধ্যে সম্পর্ক বজায় রাখা, নেটওয়ার্কিং তৈরি করা এবং পারস্পরিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে গঠিত হয়।

অ্যালামনাই এসোসিয়েশনের কাজ-

নেটওয়ার্কিং ও সম্পর্ক বজায় রাখা: প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ রক্ষা এবং পারস্পরিক পেশাদার ও ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা।

উন্নয়নমূলক কাজ: শিক্ষা প্রতিষ্ঠান বা কমিউনিটির উন্নয়নের জন্য অর্থ সাহায্য, অনুদান বা অন্য সহায়তা প্রদান।
ক্যারিয়ার সহায়তা: নবীন শিক্ষার্থী ও সদ্য পাস করা শিক্ষার্থীদের চাকরি, ইন্টার্নশিপ ও পরামর্শ প্রদান।

পুনর্মিলনী আয়োজন: প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করে মিলনমেলা বা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন।
সমাজসেবামূলক কাজ: বিভিন্ন দাতব্য বা স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করা।

শিক্ষা ও গবেষণায় সহায়তা: শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রমে অনুদান ও অভিজ্ঞতা বিনিময় করা।

অ্যালামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠানের অতীত ও বর্তমান সদস্যদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে এবং সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে।

বংলার জামিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *