শনিবার বিএনএফ’র নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আগামী ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী শনিবার (৩০শে ডিসেম্বর) সকাল ১১:৩০ টায় তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবন মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব ও নির্বাচনী ইশতেহার উপস্থাপন করবেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ’র প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ।