রাজধানীর বংশালে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ১০৯ নং বংশাল রোডে অবস্থিত ‘এ টেকনোট্রেড’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার (২১ আগস্ট) ভোর রাতে এ হামলা চালানো হয়। দুর্বৃত্তরা দোকানের বাইরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মূল্যবান মালামাল ভাংচুর করে এবং অফিসের সিন্দুক ভেঙে ২,৫৫,০০০ টাকা নিয়ে যায়। হামলার বিষয়টি নিশ্চিত করে ‘এ টেকনোট্রেড’ এর ম্যানেজার মো. আসরাত উল্লাহ জানান, হামলাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়ে থাকতে পারে।
হামলাকারীরা স্থানীয় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ বা সরাসরি নাম প্রকাশ করতে চায়নি। বেশ কিছুদিনযাবৎ ব্যক্তিগত এবংপারিবারিক দ্বন্দ্বের জেরে দূর্বৃত্তরা প্রতিষ্ঠানটির মালিক মো. আমানউল্লাহকে হুমকি দিয়ে আসছিল। ঘটনার কয়েকদিন আগে একদল যুবক দোকানে এসে আমাকেও হুমকি দিয়ে দোকান বন্ধ রাখতে বলে এবং দোকান মালিকের খোঁজ জানতে চায়। হামলার পর নিরাপত্তার ভয়ে দোকানটি আপাতত বন্ধ রাখতে হয়েছে বলেও জানায় দোকানটির ম্যানেজার।
মো. আতিকুর রাহমান এর ছেলে দোকানের মালিক মো. আমানউল্লাহ দেশের বাইরে অবস্থান করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে জানান ম্যানেজার আসরাত উল্লাহ।