Log In

বিপিএলে অঙ্কনের দ্রুততম ফিফটির রেকর্ড

বিপিএলে অঙ্কনের দ্রুততম ফিফটির রেকর্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের শুরু থেকেই বড় রানের দেখা মিলছে। আজ (মঙ্গলবার) আসরের তৃতীয় ম্যাচে হয়েছে বাংলাদেশের হয়ে কোনো ব্যাটারের দ্রুততম ফিফটির রেকর্ডও। ২০৩ রানের বড় সংগ্রহ গড়ে চিটাগাং কিংসকে ৩৭ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। বিজয়ী দলটির হয়ে মাহিদুল ইসলাম অঙ্কন মাত্র ১৮ বলে ফিফটি করেছেন।

আর তাতেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটির রেকর্ডে নাম তুলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এর আগে ২০২৩ বিপিএল আসরে ১৯ বলে ৫০ করেছিলেন রংপুর রাইডার্সের রনি তালুকদার। সেটিও হয়েছিল একই ভেন্যু মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রনির করা সেই রেকর্ড ভেঙে দিয়েছেন অঙ্কন।

যদিও বিপিএলে এর আগে সমান ১৮ বলে ফিফটির নজির আছে আরও দুটি। ২০২৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খুশদিল শাহ এবং ২০২২ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইল জ্যাকস বিপিএলের দ্রুততম ফিফটির রেকর্ডটি গড়েন। তাদের তালিকায় যৌথভাবে নাম উঠেছে অঙ্কনের। আজ তার ব্যাটিং ঝড়েই মূলত ২০৩ রানের বড় পুঁজি পায় খুলনা।

এদিকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ডও হয়েছিল ১৮ বলে। লিটন দাস ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই কীর্তি গড়েছিলেন। তবে বিপিএলে অঙ্কনের ১৮ বলে ফিফটি তৃতীয় দ্রুততম। এর আগে পাকিস্তানের আহমেদ শেহজাদ ২০১২ সালে ১৬ এবং ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন ফিফটি করেন মাত্র ১৩ বলে।

প্রসঙ্গত, ২২ বলে ১ চার ও ৬ ছক্কায় ৫৯ রানে অপরাজিত ছিলেন অঙ্কন। তার রেকর্ডের ম্যাচে খুলনা টাইগার্সও জয় দিয়ে বিপিএলের আসর শুরু করেছে। শামীম পাটোয়ারীর ৩৮ বলে ৭৮ রান ছাড়া চট্টগ্রামের পক্ষে কেউ কার্যকরী ইনিংস খেলতে পারেননি। ৭ বল বাকি থাকতেই ১৬৬ রানে অলআউট চিটাগাং কিংস। খুলনার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আবু হায়দার রনি।

বংলার জামিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *