Log In

বড় পর্দায় প্রথমবার একসঙ্গে তারা

বড় পর্দায় প্রথমবার একসঙ্গে তারা

বড় পর্দায় প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন স্বস্তিকা মুখার্জি, নুসরাত জাহান ও শ্রাবন্তী চ্যাটার্জি। পরিচালক রাজশ্রী দের হাত ধরে আসতে চলেছে ‘ও মন ভ্রমণ’ ছবি।

ছোটবেলার চার বন্ধুর স্কুল শেষের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া, আবার সময়ের চক্রে মুখোমুখি হওয়া। জীবনের নানা ওঠাপড়া নিয়েই ছবির গল্প। তবে ছবিতে একটা দারুণ চমক রয়েছে।

আসলে গল্পটা তিন নয় চার নারীকে নিয়ে, আর এই চতুর্থ নারীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তথা কাউন্সিলর অনন্যা ব্যানার্জি। স্কুল শেষের পর চার বন্ধুর আর কখনও দেখা হয়নি, নানা জটিলতায় তাদের একসাথে পথচলা থেমে গিয়েছিল।

জীবনের নানা ক্ষেত্রে তারা সফল, কেউ চাকরিরত, কেউ আবার ব্যবসায়িক ভাবে সফল, তবু একাকিত্ব পিছু ছাড়ে না তাদের, বিশেষ এক কারণে বিদেশের মাটিতে আবারও একসঙ্গে হয় চারজন, জমে থাকা সমস্ত জটিলতা কাটিয়ে নতুন করে একসঙ্গে পথচলা শুরু করে তারা।

ছবিতে নুসরাত জাহানের চরিত্রের নাম শ্রুতি, বিজনেস টাইকুন মনীশ সিংয়ের ঘরণী তিনি। সেই কোম্পানিতেই কর্মরত নন্দিনী অর্থাৎ স্বস্তিকা মুখোপাধ্যায়, অদ্রিজার চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী চ্যাটার্জি যিনি রুলিং পার্টির এমএলএ।

অনন্যা অনন্যা এই ছবিতে একজন সাংবাদিকের ভূমিকায় রয়েছেন। এই চারজন ছাড়াও ছবিতে তারকার মেলা। রাজশ্রী দে পরিচালিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে জুন মালিয়া, কমলেশ্বর মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক–সহ আরও অনেককে।

বংলার জামিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *