Log In

নাট্যকার গীতিকার ও প্রডিউসার অন্তরালয়ের জাহাঙ্গীর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

নাট্যকার গীতিকার ও প্রডিউসার অন্তরালয়ের জাহাঙ্গীর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক
নাট্যকার, গীতিকার, অভিনেতা ও প্রডিউসার অন্তরালয়ের জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে ডায়রিয়া জনিত কারণে অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন ব্লকে ইন্টারনাল মেডিসিনের সহযোগী অধ্যাপক ডক্টর নাজমুল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

তিনি দেশবাসীসহ সকল সুহৃদ, সহকর্মী ও স্বজনের নিকট দোয়া চেয়ে ক্ষমা প্রার্থনা করেছেন এবং সাংগঠনিক কাজকর্ম করা অবস্থায় ভুলভ্রান্তির জন্য সকলের তরে ক্ষমা চেয়েছেন।

অভিনেতা ও গীতিকবি জাহাঙ্গীর আলম হসপিটালের বিছানায় শুয়ে কয়েকটি চমৎকার গীতি কবি রচনা করেছেন যা নোলক বাবু , শান সায়েক ও কাজী জামাল ইতিমধ্যে সুর ও কম্পোজিশন করেছেন ও বিভিন্ন শিল্পীগন কন্ঠ দিয়েছেন ।

এছাড়াও মনির খান, মিজান মাহমুদ রাজিব ,সাব্বির জামান ,রাশেদ, তাসমিম জামান স্বর্ণা , জাহেদ রিপন ও বিন্দু কণাসহ আর অনেকে বেশ কয়েকটি গান করেছেন। কম্পোজার ও শিল্পী শান সায়েকসহ সকলেই অন্তরালয় এর জাহাঙ্গীরের জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

হাসপাতালের বেডে শুয়ে অন্তরালয়ের জাহাঙ্গীর মরণ মুখি ও বাস্তব কিছু গান লিখেছেন। যার প্রতিটি গানের কথা হৃদয়ে ব্যথিত করেছে।

বংলার জামিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *