নদীতে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

রাজধানীর মিরপুর এলাকায় নদীতে গোসল করতে নেমে ইয়ামিন নামে ১৩ বছর বয়সী এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে রূপনগরের বেড়িবাঁধ এলাকায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ইয়ামিন। পরে স্থানীয়রা বেড়িবাঁধ এলাকা থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন। তিনি জানান, ইয়ামিন নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর রূপনগর বেড়িবাঁধ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ইয়ামিনের ভাই আব্দুল মতিন জানান, রূপনগর আবাসিক এলাকায় থাকেন তারা। ইয়ামিন মাদরাসায় পড়াশোনা করত। দুই ভাই ও এক বোনের মধ্যে ইয়ামিন সবার ছোট।