Log In

‘ধুম ৪’-এ শাহরুখ!

‘ধুম ৪’-এ শাহরুখ!

বিনোদন ডেস্ক
‘জওয়ান’, ‘পাঠান’ দিয়ে সময়টা নিজের করে নিয়েছেন শাহরুখ খান। এবার ‘ডানকি’ দিয়ে কাঁপাচ্ছেন প্রেক্ষাগৃহ। সেই রেশ থাকতেই শোনা যাচ্ছে ২০২৪ সালও বলিউড থাকবে শাহরুখময়। কেননা, ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমায় তাকেই নাকি ভাবা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। কিং খান ভক্তরা দাবি করছেন তাকে নাকি ‘ধুম ৪’ ছবিতে চোরের ভূমিকায় দেখা যাবে। বর্তমানে টুইটার যা এখন এক্স নামে পরিচিত সেখানেও ট্রেন্ডিংয়ে আছে। আর সেখান থেকেই ভক্তদের দাবি ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি ‘ধুম ৪’-এর জন্য শাহরুখই উপযুক্ত। তবে কেউ কেউ আবার বলছেন যে শাহরুখ না, এই ছবির জন্য অভিনেতা রাম চরণ ঠিক। তার কাছেই নাকি এই ছবির অফার গেছে। তবে আরেক দলের দাবি যশরাজ ফিল্মসের এই ছবিটি নিয়ে কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে শাহরুখের সঙ্গে। এমনকি ছবির ঘোষণাও নাকি শিগগিরই করা হবে। অবশ্য ভক্তদের এই দাবির প্রেক্ষিতে কিছু বলেননি শাহরুখ। তিনি এখন উপভোগ করছেন ‘ডানকি’র সাফল্য। এর পরিচালক রাজকুমার হিরানী চলচ্চিত্র। এতে শাহরুখের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তাপসী পান্নু। আরো অভিনয় করেছেন বোমান ইরানি, ভিকি কৌশল, অনিল গ্রোভারসহ আরো অনেকে।

বংলার জামিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *