তারেক রহমানের নির্দেশে কুমিল্লায় বন্যাদুর্গতদের মাঝে দিনব্যাপী ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি টিম আজ শনিবার (২৪ আগস্ট) কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে দিনব্যাপী ত্রাণ বিতরণ করেছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর বিএনপির সদস্য সচিব তারেক মুন্সি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জহির রায়হান আহমেদ, রিয়াদ রহমান, কেন্দ্রীয় সহ সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল, ডাকসুর সাবেক ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ আরিফুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির, সদস্য সচিব মাহমুদুল হাসান তামিমসহ ছাত্রদলের প্রায় শতাধিক নেতাকর্মী।