Log In

কঙ্গনার মন জিতে নিলেন শাহরুখপুত্র

কঙ্গনার মন জিতে নিলেন শাহরুখপুত্র

বিনোদন ডেস্ক:
বলিউডের মুখরা রমণী হিসেবে পরিচিত কঙ্গনা রণৌত। কাউকে ছেড়ে কথা বলেন না তিনি। যখন তখন যাকে তাকে খোঁচা দিয়ে কথা বলেন। এবার সেই কঙ্গনার মুখে মধু ঝড়ছে। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রশংসায় পঞ্চমুখ নায়িকা।

আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আরিয়ান পরিচালিত ওয়েব সিরিজ। যা প্রযোজনা করছে শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট। প্রযোজনায় অংশীদার গৌরী খানও। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে শাহরুখ এ খবর জানান।

পরিচালক হিসেবে আরিয়ানের আত্মপ্রকাশকে ইতিবাচক হিসেবে দেখছেন কঙ্গনা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে অভিনেত্রী লিখেছেন, ‘এটা একটা দারুণ ব্যাপার যে ফিল্মি পরিবারের সন্তানরা শুধুমাত্র মেকআপ করা, ওজন কমানো, সাজগোজ করে পুতুল সাজা এবং নিজেদের অভিনেতা-অভিনেত্রী ভাবা ছাড়াও আরও কিছু করছে। এই সময়ের দাবি মেনে আমাদের সমবেতভাবে ভারতীয় সিনেমার গুণমান আরও বৃদ্ধি করা প্রয়োজন।’

আরও যোগ করেন, ‘যাদের কিছু করার সামর্থ্য রয়েছে তারা বেশিরভাগ সময় সহজ রাস্তা বেছে নেন। ক্যামেরার নেপথ্যে আমাদের আরও মানুষ দরকার। আরিয়ান খান যে এই স্বল্প চেনা পথটি বেছে নিয়েছেন তা দেখে ভালো লাগছে। পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তার প্রথম কাজ দেখার অপেক্ষায় রইলাম।’

এদিকে মুক্তির অপেক্ষায় কঙ্গনার সিনেমা ‘ইমার্জেন্সি’। চলচ্চিত্রটিতে ইন্দিরার রাজনৈতিক জীবনের গল্প তুলে ধরা হয়েছে। অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও তিনি নিজেই নিয়েছিলেন।

বংলার জামিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *