আইএমসি ক্যাম্পাসে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রবের প্রথম জানাযা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধা ৪ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার এবং ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল আব্দুর রব পিএসসি (অবঃ) গত ২ মার্চ (রোববার) বিকাল ৫.২০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৩ বছর।
মরহুমের মৃত্যুতে ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের সকল পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ এবং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ, ইন্টারন্যাশনাল হেলথটেকনোলজি ও আইএমসিএইচ ডায়াগনস্টিকস এন্ড কনসালটেশন সেন্টারের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী সহ সকল শিক্ষার্থীগণ গভীর ভাবে শোকাহত।
মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয় আজ বুধবার সকাল ৯:৩০ টায়, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ মাঠে। উক্ত জানাজা ঘিরে শোকের ছায়ায় পরিনত হয় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ প্রাঙ্গণ। এ যেন এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। মরহুমের ২য় জানাযা অনুষ্ঠিত হয় আজ বাদ জোহর আর্মি হেডকোয়ার্টারের মসজিদ প্রাঙ্গণে।
হাসান মাহমুদ শুভ
আইএমসি ২১ তম ব্যাচ